চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

Any Akter
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:১৭ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার জাফরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহফুজুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তুহিন (২৫) গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি হাজী পাড়ার ইউসুফ আলীর ছেলে। আহত তুহিন একই এলাকার শাহিন শেখের ছেলে।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, মাহফুজুর রহমান ও তুহিন দুই বন্ধ এক মোটরসাইকেল করে বাড়ী থেকে দর্শনায় যাচ্ছিলো আরেক বন্ধুর বিয়ের দাওয়াতে। পথিমধ্যে জাফরপুর বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে চুয়াডাঙ্গাগামী খানপরিবহনের দ্রুত গতির একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাহফুজুর রহমানের মৃত্যু হয়। সাথে থাকা তার বন্ধু তুহিনকে আহতবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু