আরও তীব্র হয়েছে চট্টগ্রামের ইপিজেডে আগুন, আশপাশের ভবন রক্ষায় হিমশিম ফায়ার সার্ভিস

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগার সাত ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন এখন ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তীব্র তাপ ও ঘন ধোঁয়ায় আশপাশের একাধিক ভবনও ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বন্দর, আগ্রাবাদ, ইপিজেড, কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের ২৩টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী ও বিমানবাহিনীর ফায়ার ইউনিট। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশও সহযোগিতায় মাঠে রয়েছে।”
আরও পড়ুন: ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন সিইপিজেড, একের পর এক বিস্ফোরণ
তিনি আরও বলেন, “আগুনের ভয়াবহতায় ভবনটির নিচতলাতেও দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এত বেশি যে, পার্শ্ববর্তী ভবনগুলোতেও তাপের প্রভাব পড়ছে। আশপাশের ভবনগুলোতে পানি ছিটিয়ে সেগুলো ঠান্ডা রাখার চেষ্টা চলছে।”
পাশের কারখানা স্মার্ট জ্যাকেটের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, “আগুনের তাপ আমাদের ভবনেও পড়ছে। ক্ষয়ক্ষতি এড়াতে আমাদের কারখানার ভেতর ও ছাদে নিয়মিত পানি ছিটানো হচ্ছে।”
আরও পড়ুন: এখনো নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’-এর ৭ তলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন উপরের ও নিচের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ৯ তলা ভবনের পুরো অংশেই এখন আগুন জ্বলছে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরাও উদ্ধার ও সহায়তা কাজে যুক্ত হয়।
রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না এলেও ফায়ার সার্ভিস সদস্যরা ভবনটির আশপাশের কারখানাগুলো রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাত ১০টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।