টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৪০ মিনিটে) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ মিলগেট এলাকার একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে নিজ উদ্যোগে নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের ভয়াবহতা বেড়ে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ৬
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আগুনের উৎপত্তিস্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: আবুল কালামের দাফন সম্পন্ন, স্ত্রীর আহাজারিতে ভারী পরিবেশ





