মহান বিজয় উপলক্ষে নৌবাহিনীতে ২০ জন এমসিপিওকে অনারারী কমিশন প্রদান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর ২০ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

কমিশনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোঃ হুমায়ুন কবির, মোঃ গিয়াস উদ্দিন, এ এস এম জামিউল আজিম, মোঃ আবু ইউসুফ, মোঃ মোশারফ হোসেন খান, মোঃ মোজাম্মেল হক, কে বি এম নূরুল ইসলাম, মোশাররফ হোসেন, মোঃ আব্দুল ওয়াহেদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান, মোহাম্মদ হাছান, সৈয়দ খালেদ রানা, মোঃ খায়রুজ্জামান, এ কে এম কামাল উদ্দিন, এস এম হাসিয়ার, মুহাম্মদ মোর্শেদ আলম মীর, মোঃ আয়নাল হক ভূঞা, মোঃ মাহমুদুল হাসান এবং হারুন অর রশিদ।

আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা

নৌবাহিনীর এ অনারারী কমিশন ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই পদোন্নতি বাংলাদেশ নৌবাহিনীর ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক অবদান হিসেবে গণ্য করা হচ্ছে।