বইমেলায় মোড়ক উন্মোচিত হল ‘চাষাভুষার সন্তান’ উপন্যাসের

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্রাম থেকে এক কৃষকের সন্তান শহরের বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে বুলিংয়ের শিকার হয়।  শুধুমাত্র কৃষকের সন্তান হওয়ায় যারা তাকে অপমান ও মানসিক নির্যাতন করে তাদেরকে আদালতের একটি রায়ের মাধ্যমে কিছুদিন কিষান-কিষানির সঙ্গে থাকতে হয়। পৃথিবীর পাঠশালার পথে নেমে তারা জানতে পারল তাদের অন্তর্বাসসহ নামীদামি ব্র্যান্ডের যাবতীয় পরিধেয় বস্ত্রের পুরো উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে কোন শ্রেণির মানুষজন। তীব্র ক্ষুধা-তৃষ্ণার অভিজ্ঞতাও তাদের হলো। তাদের পরিবারের বিত্তবৈভবের প্রাথমিক ভিত্তিমূলে ছিল কৃষি- সেটাও তারা চানতে পারল। তারা জানতে পারল সমাজে কম আদৃত বা অনাদৃত মানুষজনের হাসি-কান্নার অনেক গল্প। যেসব মানুষ ছাড়া সভ্যতা মোড়কহীন। তারা যে শিকড়ের সন্ধান পেল, সেখানে সব শ্রেণি-পেশার মানুষ একরৈখিক। তাই যারা সজ্ঞানে বা অবচেতনে ‘চাষাভুষার সন্তান’ বলে কাউকে অবজ্ঞা করে তারা প্রকারন্তরে নিজেদেরকেই অপমান করে।  

সময় প্রকশন থেকে ঔপন্যাসিক মুহম্মদ মোফাজ্জলের এমন গল্পনির্ভর উপন্যাস ‘চাষাভুষার সন্তান’ এর মোড়ক উন্মোচিত হয়েছে বুধবার বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে। বিখ্যাত কথাসাহিত্যিক ও সাইন্স ফিকশন লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল উপন্যাসটির মোড়ক উন্মোচন করেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, অনুজদের বইপড়া ও লেখা তাঁকে অনুপ্রাণিত ও আশান্বিত করে। তাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।‘

আরও পড়ুন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

চাষাভুষার সন্তান’ মুহম্মদ মোফাজ্জলের দশম উপন্যাস। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবল, প্রকাশক ফরিদ আহমেদ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক।