উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল : ইসি সচিব

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ৬:৫৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে। আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানেই তফসিল ঘোষণা করবেন।

বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

জাহাংগীর আলম জানান, বিকেল পাঁচটায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এ সভায় তফসিল পর্যালোচনা করে অনুমোদন করা হবে। এরপর ভাষণ দেবেন সিইসি। ভাষণটি একযোগে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন ভবনের আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকটি সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছে।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন