বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন
ছবিঃ সংগৃহীত
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘ব্লক-এ’ এর চতুর্থ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
রাজধানীতে অগ্নিকাণ্ডের একটি ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর তাদের কাছে পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন
তিনি জানান, মাত্র ১৮ মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল ১১টা ৩২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের এ কর্মকর্তা।
আরও পড়ুন: এবার দুদকের সামনে ককটেল বিস্ফোরণ





