ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী ও আইআরজিসি
ইরানের নিয়মিত সেনাবাহিনী ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বিক্ষুব্ধ জনতার উদ্দেশে পৃথকভাবে ‘রেড লাইন’ ঘোষণা করেছে। শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রদত্ত পৃথক বিবৃতিতে তারা সতর্ক করেছেন, সরকারি সম্পত্তি বা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কোনো আক্রমণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইআরজিসি বিবৃতিতে জানিয়েছে, “গত দু’রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে, নিরাপত্তা কর্মকর্তাদের হত্যা করছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ চালাচ্ছে। রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।”
আরও পড়ুন: ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প
নিয়মিত সেনাবাহিনীও জানিয়েছে, “জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।”
ইরানের বিক্ষোভ মূলত মুদ্রার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হয়। গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজারে ধর্মঘটের মধ্য দিয়ে আন্দোলন শুরু হলেও দ্রুত দেশের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি, ‘আল্লাহর শত্রু’ ঘোষণা
মার্কিন সাময়িকী টাইমস জানাচ্ছে, বিক্ষোভের প্রথম ১৩ দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। সরকার ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমন হলে ইরানে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে চলেছেন। এ পর্যন্ত চারবার তিনি এ ধরনের সতর্কবার্তা দিয়েছেন।





