তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক
ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্কের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তিনি সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে মন্তব্য করেছেন, যা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলে দিয়েছে।
নাজমুল ইসলাম তার ফেসবুক পাতায় তামিমের কিছু মন্তব্য শেয়ার করে লিখেছেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।” পরে প্রচণ্ড সমালোচনার পর গভীর রাতে পোস্টটি মুছে ফেলা হয়।
আরও পড়ুন: গোলের বন্যায় বিলবাওকে উড়িয়ে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা
ঘটনাটি মূহূর্তে ক্রিকেটাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। বিষয়টি ভারত ও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আগের থেকেই উত্তাপ সৃষ্টি করা বিশ্বকাপ না যাওয়া সিদ্ধান্ত এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ঘটেছে।
তামিম ইকবাল মিরপুরের সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, মুস্তাফিজকে আইপিএল থেকে সরানো দুঃখজনক, তবে তিনি বোর্ডে থাকলে দেশের ভবিষ্যৎ ও ক্রিকেটের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিতেন। তিনি জানান, “হুট করে মন্তব্য করলে জটিলতা সৃষ্টি হতে পারে। আলোচনা ও ভাবনা-চিন্তায় সিদ্ধান্ত নেওয়া উচিত।”
আরও পড়ুন: আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে কোনো আল্টিমেটাম দেয়নি: বিসিবি সভাপতি
তামিম আরও বলেছেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা স্বাধীন সংস্থা মনে করি। তবে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে হয়। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভাবা জরুরি।”
উল্লেখ্য, নাজমুল ইসলাম ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হন এবং পরদিন অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। তার এই বিতর্কিত মন্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছে।





