বেইলি রোডে আগুন : ‘ভবন তদারকিতে গাফিলতি রয়েছে’

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৪ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাজধানীর বেইলি রোডে আগুন লাগা বহুতল ভবনটিতে বিল্ডিং কোড (ইমারত বিধিমালা) মানা হয়নি। এসব তদারকিতে গাফিলতি রয়েছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (১ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে আগুন লাগা বহুতল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

মেয়র তাপস বলেন, ইমারত বিধিমালাগুলো ন্যক্কারজনকভাবে লঙ্ঘন করা হচ্ছে। ভবন নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলী থেকে স্থপতি যারা মালিক, সবাইকেই সেই দায় বহন করতে হবে।

তিনি বলেন, বিধিমালা অনুযায়ী ৫ তলার ঊর্ধ্বে কোনো ভবনের ক্ষেত্রে অন্তত দুটো সিঁড়ি থাকতে হয়। কিন্তু আমরা বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জানতে পেরেছি, ওই ভবনে একটি মাত্র সিঁড়ি ছিল। এটা সংকীর্ণ হওয়ায় অনেকে নামতে পারেননি, অনেকে উপরে (ছাদে) চলে যান। ফলে ঝুঁকির মাত্রা আরও বেড়ে যায়।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

তাপস আরও বলেন, তদারকির জায়গায় গাফিলতি রয়েছে, পর্যাপ্ত তদারকি হচ্ছে না। এ জন্য আমরা বলেছি ভবন নির্মাণের আগে সিটি করপোরেশনের অনুমতি যদি বাধ্যবাধকতা করা হয়, তাহলে আমরা সেই তদারকি করতে প্রস্তুত। কারণ আমাদের জবাবদিহি করতে হয় জনগণের কাছে। অন্য কর্তৃপক্ষের জনগণের কাছে জবাবদিহি নেই।

শেখ ফজলে নূর তাপস বলেন, সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতসহ সব ক্ষমতা ব্যবহার করে সুরক্ষা নিশ্চিত করতে চাই। সেই সুযোগ দিলে আমরা অবশ্যই করব।

দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমরা এই দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছি। ইতোমধ্যে অগ্নি নির্বাপণ অধিদপ্তর থেকে তদন্ত করা হচ্ছে। এমন দুর্যোগ থেকে কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।

ডিএসসিসির মেয়র বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য খসড়া নীতিমালা তৈরি করা হচ্ছে। যেসব নীতিনির্ধারণী বিষয়গুলো রয়েছে সেগুলো প্রতিপালন না করার ফলেই দুর্ঘটনা ঘটে চলছে।

রাজধানীর রেস্তোরাঁগুলোতে এমন অগ্নিকাণ্ড এড়াতে শিগগিরই সমন্বিত অভিযান চালানো হবে বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র।