যান্ত্রিক ত্রুটিতে ৩০ মিনিট আটকে গেল মেট্রোরেল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
মেট্রোরেল। ছবিঃ সংগৃহীত
মেট্রোরেল। ছবিঃ সংগৃহীত

যাত্রাপথে একটি ট্রেনে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট আটকে গেছে মেট্রোরেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় এ সময় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন মেট্রোরেলের যাত্রীরা।

সোমবার বেলা ৩টা ৩২ মিনিটের দিকে ৮ নম্বর গাড়ির ‘পাওয়ার ফেইল’ করে বলে জানান এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমান।

আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক

তিনি বলেন, “এতে কারওয়ানবাজার থেকে ফার্মগেটের মাঝামাঝি অংশে আটকে যায় ট্রেনটি। পরে ট্রেনটি কোনোমতে ফার্মগেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বিকাল ৪টা ১০ মিনিটে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে।

এদিকে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা ছবিসহ একাধিক পোস্ট করেছেন। সাইরা ওয়ালি লিখেছেন, কাজী পাড়া থেকে মিরপুর ১০, হঠাৎ হার্ড ব্রেক করে মাঝপথে দাঁড়িয়ে গেল মেট্রো। সময় ৩টা ৩২। এখন ১০ নম্বর স্টেশনে দাঁড়ায় আছে। প্রবলেমটা কী, কেউ জানেন?

আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন