পল্টনে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ

রাজধানীর পল্টনে ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন—ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আতিক হাসান এবং কনস্টেবল সুজন।
বুধবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন থানার আওতাধীন পুলিশ হাসপাতালের বিপরীতে অভিযানের সময় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সরকারকে সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ ডিবির একটি দল মাদকবিরোধী অভিযানে যায়। দলটির নেতৃত্বে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার থামানো হলে, গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ করে গুলি চালায়।
গুলিতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় দু’জনকেই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: ফুটকোর্ট স্থাপনে ডিএনসিসির ৬ সদস্যের কমিটি গঠন
হাসপাতাল সূত্র জানায়, আতিক হাসানকে জরুরি বিভাগের ওসেক (ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার) ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে, কনস্টেবল সুজনকে ভর্তি করা হয়েছে ১০১ নম্বর ওয়ার্ডে। তার অবস্থা স্থিতিশীল।
এ ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার বিষয়ে ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চলছিল। অভিযানের সময় হামলার মুখে পড়ি। আমাদের দুইজন সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন। বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ জানিয়েছে, মাদক চক্রটির ব্যাপারে আরও তথ্য সংগ্রহ চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।