গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

ছবিঃ সংগৃহীত
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গুলশান থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে গুলশান-১ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে কাউন্টার টেররিজম ইউনিট ও থানা পুলিশের যৌথ টিম তাকে গ্রেফতার করে। বর্তমানে শাহেদ গুলশান রয়েছনে।
আরও পড়ুন: সরকারকে সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক শাহেদকে এখন জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।
ওসি আরও জানান, শাহেদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। পাশাপাশি মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের রয়েছে।