কক্সবাজারে বিএনপি নেতাকে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত
কক্সবাজার সদর উপজেলার লিংকরোড বিসিক শিল্প এলাকায় রোববার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে এক বিএনপি নেতা লিয়াকত আলীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। লিয়াকত আলী ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে চড়ে চার যুবক লিয়াকতের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত লিয়াকতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নুর বলেন, লিয়াকত আলী চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই হামলা স্থানীয় সন্ত্রাসী আবদুল খালেকের নেতৃত্বে চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে শহর ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ এবং স্থানীয় যুবদল নেতা জয়নাল আবেদীন জানান, হামলাকারীরা লিয়াকতের সঙ্গে ঘরের এক নিরাপত্তাকর্মীর পায়ের রগও কেটে দেয়। আহত নিরাপত্তাকর্মীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
আহত বিএনপি নেতা লিয়াকত আলী হামলায় অংশ নেওয়া সন্ত্রাসী আবদুল খালেক, কুদরত উল্লাহ ও সাহাব উদ্দিনকে চিনতে পেরেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, লিয়াকত আলীর সঙ্গে আবদুল খালেকের পূর্ব বিরোধ রয়েছে। দুজনই পাল্টাপাল্টি মামলার আসামি। অতীতে আবদুল খালেকের স্ত্রীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছিল। পুলিশ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে। ঘটনার পর পুলিশ বিসিক এলাকায় পৌঁছে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা মামলা হয়নি।





