মধ্যরাতে বাসা থেকে সাংবাদিক সোহেলকে তুলে নিল ডিবি, পরিবারে উদ্বেগ
দৈনিক ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বাড্ডার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত প্রায় ১২টার দিকে ডিবি পরিচয়ে পাঁচজন ব্যক্তি তার বাসায় প্রবেশ করে তাকে নিয়ে যায় বলে জানান তাঁর স্ত্রী।
২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত সোহেল ২০২৩ সালে ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি দীর্ঘ সাত বছর দৈনিক যুগান্তরের অনলাইন বিভাগের প্রধান ছিলেন। পাশাপাশি তিনি অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন
সোহেলের স্ত্রী সুমাইয়া সীমা জানান, গভীর রাতে দরজার কলিংবেল বাজলে সোহেল দরজা খুলে পাঁচজনকে দেখতে পান, যাদের গায়ে ছিল ডিবি জ্যাকেট। তাদের একজন নিজেকে আশরাফুল বলে পরিচয় দিয়ে জানান, ডিবিপ্রধান সোহেলের সঙ্গে কথা বলতে চান এবং অল্প সময়ের মধ্যেই তাকে ফিরিয়ে আনা হবে। কিন্তু রাত সাড়ে দুইটা পার হয়ে গেলেও তাকে ফিরিয়ে আনা হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেন সীমা।
ঘটনার সত্যতা জানতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি অফিসে আনা হয়েছে।
আরও পড়ুন: এবার দুদকের সামনে ককটেল বিস্ফোরণ
এদিকে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্টে দাবি করেন, এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার) বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের প্রেক্ষিতে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক সোহেল পরামর্শ দিচ্ছিলেন। বিশেষ একটি মহলের প্ররোচনায় ওই সংবাদ সম্মেলন বানচাল করতেই তাকে তুলে নেওয়া হয়েছে বলে আভাস দেন তিনি। সায়ের দাবি, এনইআইআর প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের ইশারায় এ ঘটনা ঘটতে পারে।
ঘটনা ঘিরে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।





