ডাকাতির প্রস্তুতিকালে ১টি ট্রাকসহ ২ ডাকাত গ্রেফতার

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা জেলার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১টি ট্রাকসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এসময় তাদের কাছ থেকে একটি ছয় চাকা বিশিষ্ট ট্রাক, একটি ছোরা (উভয় পাশে ধারালো), চারটি লক কাটার উদ্ধার করেন পুলিশ।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। ধামরাই চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

আরও পড়ুন: শীশা বারে হত‍্যাকাণ্ডের জেরে চাঁদার হার দ্বিগুন করেছেন বনানী থানার ওসি

গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মো. বিল্লালের ছেলে মো. শাহাজল (৩৮)। তিনি গাজীপুরের বাইমাইল এলাকায় বসবাস করতেন। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মৃত হাকিমের ছেলে মো. সুমন মিয়া (৩৫)। তিনি গাজীপুর জেলার বাসন থানার মোঘরখাল এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, আসামিদের পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায় মো. শাহাজল (৩৮)-এর বিরুদ্ধে জামালপুরের বকশিগঞ্জ থানায়, জিডি নং-৯৫৫/২০২১, ২৫ মে, ২০২১ এজাহারে অভিযুক্ত এবং মো. সুমন মিয়া (৩৫)-এর বিরুদ্ধে ১ (5BTAJ) জিএমপি এর বাসন থানায়, এফআইআর নং-১০, ১০ মে, ২০২৫; জি আর নং-১৫৭, তারিখ- ১০ মে, ২০২৫; সময়- ০৯.৩০ ঘটিকায়; ধারা- ৩৯৯/৪০২ The Penal Code, ১৮৬০; মামলায় তদন্তে সন্দিগ্ধ।

আরও পড়ুন: এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষের অভিযোগে পুলিশ সুপারকে দণ্ড

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। উক্ত আসামিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।