লবণযুক্ত গরুর চামড়ার দাম বর্গফুটে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব

MIZANUR RAHMAN
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৩ | আপডেট: ৭:২৯ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৩
গরুর চামড়া
গরুর চামড়া

বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। গত বছর চামড়ার দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা।

রোববার (২৫ জুন) বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বৈঠক শুরু হয়। এই সভা থেকে এ বছরের চামড়ার দাম নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: প্রথম ১০ দিনে অনলাইনে ই-রিটার্ন দাখিল করলেন ৯৬ হাজারের বেশি করদাতা

সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন দাম নির্ধারণের ঘোষণা দেবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা, ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা

গত বছর ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা, ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম একই ছিল।