ডলারের দাম বাড়ার সুফল পাবে রেমিট্যান্স ও রপ্তানি খাত: সালমান

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ন, ০৯ মে ২০২৪ | আপডেট: ১২:১৮ অপরাহ্ন, ০৯ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধি করা ছাড়া বিকল্প ছিল না।

বৃহস্পতিবার ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডলারের দাম বৃদ্ধি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ডলারের দাম হুট করেই বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: প্রথম ১০ দিনে অনলাইনে ই-রিটার্ন দাখিল করলেন ৯৬ হাজারের বেশি করদাতা

তবে তিনি আশা প্রকাশ করেন, ডলারের দাম বৃদ্ধির ফলে রেমিট্যান্স আয় ও রপ্তানিমুখী শিল্প বৃদ্ধি পাবে।

তবে এর ফলে রেমিট্যান্স আয় ও রপ্তানিমুখী শিল্প উপকৃত হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে, নীতি সুদহার বা রেপো রেট দশমিক ৫০ পয়েন্ট বাড়িয়ে বৃহস্পতিবার থেকে করা হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আরেক সার্কুলারের ডলারের দাম সাত টাকা বা‌ড়িয়ে ১১০ টাকা থেকে ১১৭ টাকা করা হয়েছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী শুরু হওয়া মার্কিন বাণিজ্য প্রদর্শনী চলবে আগামী ১১ মে পর্যন্ত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে এই ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।