দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩৯ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের মূল্য। নতুন সমন্বিত দামে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি ১,০৩৮ টাকা কমেছে। ফলে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে সারা দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।

রোববার (২৬ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দর ঘোষণা করে।

আরও পড়ুন: ২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের মূল্য কমায় বাজার স্থিতিশীল রাখতে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী—

আরও পড়ুন: দেশে আবারও কমল সোনার দাম

* ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৯৮,৪৯৮ টাকা

* ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৭০,১৪৩ টাকা

* সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৪১,৪৯৬ টাকা

অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বর্তমান বাজারে—

* ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪,৬৫৪ টাকা

* ২১ ক্যারেট রুপা ৪,৪৪৪ টাকা

* ১৮ ক্যারেট রুপা ৩,৮০২ টাকা

* সনাতন রুপা ২,৮৫৮ টাকা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ওঠানামা করায় দেশের বাজারেও এর প্রভাব পড়ছে বলে জানিয়েছে বাজুস। সংস্থাটি বলছে, ভোক্তা ও ব্যবসায়িক ভারসাম্য বজায় রাখতে বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সমন্বয় করা হয়েছে।