কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক: রাকিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিছু ব্যতিক্রম ছাড়া ছাত্রদলের অধিকাংশ নেতাকর্মী নৈতিক চরিত্রের অধিকারী বলে দাবি করেছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। জবি শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু এবং জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে এ আয়োজন করা হয়।

আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম হবে নির্বাচিত জাতীয় সংসদ: সালাহউদ্দিন আহমদ

রাকিব বলেন, আমরা দাবি করি না যে আমাদের সব নেতাকর্মী একই স্তরের নৈতিকতায় বিশ্বাসী। কিছু বিপথগামী থাকতে পারে। তবে ছাত্রদলের মূলস্রোতের নেতাকর্মীরা নৈতিক অবস্থান থেকে রাজনীতি করেন। আমরা কখনও অন্যায়কে প্রশ্রয় দেই না। পদ না থাকলেও আমরা প্রতিটি কর্মীকে স্বীকৃতি দিই।

তিনি বলেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্রদল বরাবরই অবস্থান নিয়ে এসেছে। জোবায়েদ ও সাম্যের মতো নেতাদের মৃত্যু প্রমাণ করে, ছাত্রদল আদর্শিক অবস্থান ধরে রেখেই সংগ্রাম করে যাচ্ছে।

আরও পড়ুন: জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, জুলাই গণআন্দোলনে ছাত্রদলের ১৪২ নেতাকর্মী শহীদ হয়েছেন। এরপরও সাম্য, জোবায়েদ, পারভেজসহ অনেককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রশাসন অনেক ক্ষেত্রে গড়িমসি করেছে, যা দুঃখজনক।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, হাসিবুল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। সেই লক্ষ্য পূরণে আমাদের এগিয়ে যেতে হবে। জোবায়েদের মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে— এতে পরিবার ও সমাজের শান্তি ফিরবে। তিনি জানান, জোবায়েদ হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে আইনগত সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সদস্যসচিব শামসুল আরেফিন। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা।