প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে প্রতিনিধি দলের গাড়িবহর রাজধানীর গণভবন “যমুনা”য় প্রবেশ করে। প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠককে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন

দলের মহাসচিব ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

যমুনায় প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজ সন্ধ্যা ৬টায় সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি।”

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হতে পারে—জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, “ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, প্রশাসনিক কিছু বিষয় এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করব।”

রাজনৈতিক মহল মনে করছে, এই বৈঠক আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিরোধী দলের অবস্থান ও সরকারের ভূমিকা স্পষ্ট করতে ভূমিকা রাখতে পারে।