জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস ফোরামের জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বিসিএস অফিসার্স ফোরাম (জুবফ) আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর রমনায় প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ হলে এই সভা ও দোয়া মাহফিল হয়।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত ও দোয়ার মাধ্যমে শুরু করা হয়।
আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ডিসি (ডিবি) মো. আ. আহাদ।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ড. খন্দকার মহিদ উদ্দিন, এডিশনাল পুলিশ কমিশনার, ডিএমপি এবং সহ-সভাপতি জাহাঙ্গীরনগর বিসিএস অফিসার্স ফোরাম, মুখ্য আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. নুরুল আলম, ভাইস চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রফেসর ড. শরীফ এনামুল কবীর, সাবেক ভাইস চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। বিশেষ অতিথি আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ, জাতীয় সংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন একেএম এনামুল হক শামীম এমপি, উপমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসিএস অফিসার্স ফোরাম।
দিবসটি উপলক্ষে জাতির জনক ও তার পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচকরা জাতির পিতার অতুলনীয় অবদান ও তার জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে আলোচনা করেন। তারা ১৫ আগস্ট ১৯৭৫-এর বর্বর হত্যাকাণ্ড স্মরণ করে হৃদয়ের ক্ষোভ প্রকাশ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। আলোচকরা সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ হবার আশাবাদ ব্যক্ত করেন।