স্কুল কলেজের ম্যানেজিং কমিটি গঠনে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৮ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা বর্তমানে কার্যকর আছে, সেসব প্রতিষ্ঠানে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন বাধ্যতামূলক। এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সহ দেশের সব শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: যেভাবে ভোট দেবেন শিক্ষার্থীরা

এতে আরও বলা হয়, যেসব প্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, সেগুলোতে আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করতে হবে এবং পরবর্তীতে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে সব এডহক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। নির্ধারিত সময়ে কমিটি গঠন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা

শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।