ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, পুনর্গণনার দাবি পোলিং এজেন্টদের

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৩ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণে নানামুখী অনিয়মের অভিযোগ তুলেছেন নয়জন পোলিং এজেন্ট।

বৃহস্পতিবার বিকেলে তারা প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে যৌথভাবে লিখিত অভিযোগ জমা দেন। এতে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে সম্পৃক্ত করে একটি অনুসন্ধান কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: সমন্বিত শিক্ষার্থী জোটের হুঁশিয়ারি, অবিলম্বে জাকসুর ফলাফল ঘোষণা দাবি

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন জাইবা তাহজীব, বৈশাখী সুলতানা রিথী, সামিরা রহমান, ইসরাত জাহান, শাহানা মমিন রাইসা, জাহরা নাজিফা, সামিহা হায়দার কথা, মো. মুসফিকুর রহমান এবং রাজ ধর প্রীতম।

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের সময় প্রার্থী, ভোটার ও পোলিং এজেন্টরা সরাসরি বিভিন্ন অনিয়ম প্রত্যক্ষ করেছেন। এর মধ্যে আগে থেকেই পূরণ করা ব্যালট পেপার, জাল ভোটারের উপস্থিতি, পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধা, এবং অমোচনীয় কালি ব্যবহার না করার মতো বিষয়গুলোকে গুরুতর অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া, নির্বাচনের দিন ভুয়া প্রেস-পাস ব্যবহার করে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ ও নির্বাচনী পরিবেশ প্রভাবিত করার অভিযোগও তোলা হয়েছে।

আরও পড়ুন: জরুরি সভার কারণে জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ

অভিযোগপত্রে বলা হয়, নির্বাচনী কমিশন যে বিপুল ভোটার উপস্থিতির কথা বলছে তা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। কারণ, দুপুরের পর অনেক কেন্দ্র প্রায় ফাঁকা ছিল। এছাড়া ভোট গণনা প্রক্রিয়াতেও অনিয়ম দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। গণনা শুরুতে গড়িমসি, নির্দিষ্ট প্রার্থীদের গণনার স্থলে অযাচিত অবস্থান, ব্যবহৃত মেশিন ও সফটওয়্যার নিয়ে অস্বচ্ছতা, এবং এজেন্টদের গণনার স্থান থেকে দূরে রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

পোলিং এজেন্টরা অনিয়ম খতিয়ে দেখতে শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের সম্পৃক্ত করে একটি নিরপেক্ষ অনুসন্ধান কমিটি গঠনের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা কয়েকটি প্রস্তাবনা উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—প্রমাণাদির ভিত্তিতে পুনরায় তদন্ত, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট পুনর্গণনা, অংশগ্রহণকারী ভোটারদের তালিকা প্রকাশ, এবং ভোট গণনায় ব্যবহৃত মেশিন ও সফটওয়্যার কোন প্রতিষ্ঠান সরবরাহ করেছে তা স্পষ্ট করা।