জামিনে মুক্ত জ্বালাময়ী জালাল

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী বিসিএস পরীক্ষার অ্যাডমিট কার্ডও জমা দিতে হবে তাকে। রাত সাড়ে ১১টার দিকে কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেট রবিউল হকের ওপর হামলার অভিযোগ ওঠে টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী জালালের বিরুদ্ধে। পরদিন তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। তবে ওই মামলার প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন, যেখানে অনুপস্থিত ছিলেন জালাল।

আরও পড়ুন: সমন্বিত শিক্ষার্থী জোটের হুঁশিয়ারি, অবিলম্বে জাকসুর ফলাফল ঘোষণা দাবি

জামিন শুনানিতে জালালের আইনজীবী রফিকুল ইসলাম হিমেল দাবি করেন, তার মক্কেল নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি আদালতকে জানান, কথিত ঘটনার সময় জালাল ঘটনাস্থলে ছিলেন না। পাশাপাশি ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য যেকোনো শর্তে জামিনের আবেদন করেন তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসরাত জাহান জামিনের বিরোধিতা করলেও আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। আইনজীবী রফিকুল ইসলাম জানান, জালালের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই এবং জামিননামা দাখিলের পর তিনি মুক্ত হয়েছেন।

আরও পড়ুন: জরুরি সভার কারণে জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ