জবিতে দুইদিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উদ্যোক্তারা মোট ১৮টি স্টলের মাধ্যমে এ মেলায় অংশগ্রহণ করেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় শুরু হওয়া মেলা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত চলে। এরপর উপাচার্যের কনফারেন্স রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম
এবারের মেলায় দুটি ক্যাটাগরিতে সেরা উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে সেরা স্টল সজ্জার জন্য ‘প্রান্ত সারপ্রাইজ’ এবং সেরা উদ্যোক্তা হিসেবে ‘লাজিজ কেক’ পুরস্কার অর্জন করে। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী উদ্যোক্তাদের মাঝে প্রত্যয়নপত্র বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, "এটি নিঃসন্দেহে দারুন একটি উদ্যোগ। যারা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালন করছে, এ ধরণের কার্যক্রম তাদের অনুপ্রাণিত করবে এবং স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে সহায়তা করবে। আমাদের দেশে উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ আমাদের যে বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে এবং অর্থনৈতিক সক্ষমতা বিদ্যমান, তাতে সবার জন্য প্রচলিত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। এর বিকল্প পথ হচ্ছে আমাদের স্বউদ্যোগী হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।"
আরও পড়ুন: ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে
তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, আজকের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করবে এবং আগামী দিনের সফল উদ্যোক্তা হয়ে উঠতে তাদের পথকে সুগম করবে।"
মেলা আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা আয়োজন করেছি। জবিয়ান ভাই-বোনদের উপকৃত করতে বা উদ্দ্যমী উদ্যোক্তা মনোভাবকে এগিয়ে নিতে সহায়তা করতে পারলেই এ উদ্যোগ সফলতার মুখ দেখবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক এবং ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান।