পিটিআই নেত্রী সানাম জাভেদ গ্রেপ্তার

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) পেশাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গাড়ি থামিয়ে সানাম জাভেদকে জোরপূর্বক নামিয়ে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

পিটিআই নেতাদের বর্ণনা অনুযায়ী, পেশাওয়ারের এক ব্যস্ত সড়কে দুটি গাড়ি এসে সানাম জাভেদের গাড়ির পথরোধ করে। পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন,

“সানাম জাভেদকে জোর করে গাড়ি থেকে টেনে নামানো হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধেই অন্য গাড়িগুলোর একটিতে তুলে নেওয়া হয়।”

আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

তিনি আরও লিখেছেন, ঘটনাটি প্রকাশ্য সড়কে মানুষের চোখের সামনেই ঘটে, এবং এতে তার সহযাত্রীরা হতবাক হয়ে পড়েন।