চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন: ভোটগ্রহণ ১৫ অক্টোবর

Sanchoy Biswas
মো. সাবিত বিন নাছিম, চবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১২ই অক্টোবর। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১২ই অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই অক্টোবর।

পূজার ছুটির পরপরই ১২ই অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন একাধিক ছাত্র সংগঠন ও পদপ্রার্থীরা। তাদের দাবি ও পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: অবরোধের পাঁচ ঘণ্টা পর পুলিশের আলোচনার পরামর্শ, রাজি নয় শিক্ষার্থীরা

এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন   বলেন, ‘গতকাল ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী প্রচারণা চালানোর সময় বৃদ্ধির জন্য অনুরোধ করলে আমরা নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই চাকসু নির্বাচন ৩ দিন পিছিয়ে ১৫ অক্টোবর করার। এছাড়াও ১০ অক্টোবর বি সি এস পরীক্ষার বিষয়টিও এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে।’