জবি ছাত্রদলের তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি, সেবা পেয়েছে আঠারোশো শিক্ষার্থী

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:২১ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে সেবা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আঠারোশো শিক্ষার্থী।

গত মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ সেবা চালু থাকে।

আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম

সরেজমিনে দেখা যায়, কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রথমদিন সাড়ে চারশত শিক্ষার্থীকে সেবা ও ঔষধ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। দ্বিতীয় দিন স্কিন কেয়ারের জন্য পাঁচ শতাধিক ও শেষ দিন আট শতাধিক শিক্ষার্থীসহ মোট আঠারোশো শিক্ষার্থীকে সেবা প্রদান করা হয়েছে।

তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে গাইনী বিশেষজ্ঞ হিসেবে ছিলেন- ডা: উম্মে হানি পৃথ্বী ও ডা: ফাইরুজ ফানান্না, চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: মোরশেদুল ইসলাম সজীব ও ⁠ডা: তানজিনা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: আব্দুল বারী মামুন, ⁠ডা: কামরুল হাসান মুন্না ও ⁠ডা: সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা: সাব্বির শরিফ শাকিল।

আরও পড়ুন: ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে

এ বিষয়ে সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুসরাত চৌধুরী জাফরিন বলেন, ছাত্রদলের পক্ষ থেকে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আশা করি এরকম সামাজিক জনসেবা ভবিষ্যতেও চলমান থাকবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের গাইনিতে ব্যাপক অংশগ্রহণ ছিল।

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। গতকাল বুধবার স্কিন, আজ মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয়, এর পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষণীয় ছিল। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের জন্য ভবিষ্যতে ছাত্রদলের এমন মহৎ উদ্যোগ গ্রহণ করব। আমাদের কাজ এখানেই শেষ হবে না, ভবিষ্যতেও চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবার আগে এগিয়ে থাকে। প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্প থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা একরকম কার্যক্রম আরও চলমান রাখার আহ্বান করেছেন। শিক্ষার্থীদের চাহিদা অনুসারে ভবিষ্যতে আমাদের মেডিকেল ক্যাম্প চালু থাকবে।

স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মোঃ শাহরিয়ার হোসেন, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত ইসলাম পরাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।