নর্থ সাউথে কুরআন অবমাননার ঘটনায় ছাত্রশিবিরের তীব্র নিন্দা

Sanchoy Biswas
শাহরিয়ার ইসলাম
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের NAC-2 ভবনে অপূর্ব পাল নামের এক শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন শরিফ অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (৫ অক্টোবর) এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, “পবিত্র কুরআন মহান আল্লাহ তায়ালার নাজিলকৃত একমাত্র জীবনবিধান। এটি মানবজাতির মুক্তি ও হেদায়াতের আলোকবর্তিকা। এই পবিত্র গ্রন্থের অবমাননা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও হুমকি।” তারা এ ঘটনাকে “ন্যক্কারজনক, উসকানিমূলক ও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ” বলে উল্লেখ করেন এবং দ্রুত তদন্তসাপেক্ষে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম

নেতৃবৃন্দ আরও বলেন, “আবহমানকাল ধরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। কিন্তু কিছু কুচক্রী মহল মাঝে মাঝে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাটিও এমন কোনো চক্রান্তের অংশ কি না, তা গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন।”

বিবৃতিতে তারা আরও বলেন, “ধর্মীয় অবমাননা রোধে কার্যকর ও কঠোর আইন প্রণয়ন জরুরি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষা ও নৈতিকতা চর্চা বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত না করলে সামাজিক অস্থিরতা আরও বাড়বে।”

আরও পড়ুন: ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে

ছাত্রশিবির নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে উদাহরণযোগ্য শাস্তি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।