১৬ জুলাই আমাদেরকে স্টাম্প এবং পাইপ সরবরাহ করেছিল ছাত্রশিবিরের ছেলেরা: এবি জুবায়ের

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০১ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১৩ ই নভেম্বর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। পোস্টে জুলাইয়ের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণের পাশাপাশি ছিল ১৩ তারিখ আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণাও।

পোস্টে তিনি বলেন, "১৬ জুলাই ছাত্রশিবিরের ছেলেরা আমাদের মধ্যে অনেকগুলো স্টাম্প আর সাইজ করা পাইপ বিতরণ করেছিল। আগেরদিন হাত খালি থাকায় ছাত্রলীগের হাতে একতরফা মা'র খেতে হয়েছিল তাই এই উদ্যোগ। 

আরও পড়ুন: জাতীয়করণের দাবিতে ২৪ দিন ধরে আমরণ অনশনে ইবতেদায়ি শিক্ষকরা

১৬ জুলাই বিকেলটা আমাদের কেটেছে একরকম উৎকণ্ঠা আর সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে। আমরা ছিলাম শহিদ মিনার এলাকায় আর রাজু ভাস্কর্যে চলছে ছাত্রলীগের সমাবেশ। সমাবেশ বলতে অ'স্ত্রধারী সন্ত্রা'সীদের অবস্থান আরকি।"

তিনি আরো বলেন, "আমাদেরও যাওয়ার কথা ছিলো রাজুতেই। বেশিরভাগই চেয়েছিল রাজুতে গিয়ে সন্ত্রা'সীদের মোকাবিলা করতে। কিন্তু একজন বিশেষ সমন্বয়কের মাতব্বরিতে আমাদের আর সেদিন রাজুতে যাওয়া হয় নাই। এইসব নিয়ে চলছিল সমন্বয়হীনতা কাম তর্কাতর্কি! 

আরও পড়ুন: সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি

এদিকে সময় গড়িয়ে রাত হয়ে যাচ্ছে। রাত হয়ে গেলে হলের আবাসিক ছেলেরা কই যাবে! বিচ্ছিন্নভাবে ক্যাম্পাসে ঢোকা তো নিরাপদ হবে না মোটেও। পরে সিদ্ধান্ত হয় যা হওয়ার হবে। আমরা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকবো ভিসি চত্বর এলাকা দিয়ে। সিদ্ধান্ত অনুযায়ী মিছিল নিয়ে হলের ছেলেদের ক্যাম্পাসে পৌঁছে দিয়ে আমরা ব্যাক করি।"

পোস্টের শেষে তিনি বলেন, "— শিবিরের দেয়া একটা পাইপ আমিও নিয়েছিলাম। কিন্তু পাইপটার হক তখন ঠিকমতো আদায় করতে পারি নাই। সবমিলিয়ে মাত্র দুইটা লীগছানাকে... 

যাইহোক, পাইপটা যত্ন করে রেখে দিয়েছিলাম; স্মৃতি হিসেবে। ১৩ তারিখে আবার বের করবো কিনা ভাবছি। যদি একটু হক আদায় করার সুযোগ পাই!!"

প্রসঙ্গত, আওয়ামী লীগের ১৩ তারিখের কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দল ও সংগঠন।