হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য বিদ্যা নিকেতন হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলে। গত ২৫ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি চাইল্ড ইন্টাঃ স্কুলের অধ্যক্ষ আবু হেনা মোঃ খুরশীদ আলম। শিশু শিক্ষার্থীদের আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শাহ বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগীতশিল্পী হাসান মাহমুদ, স্কুলের উপদেষ্টা হাসিব মুজতাবা, ডেইলি টাইমস অব বাংলাদেশের রাজু আহমেদ, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোঃ শামীম, সেলিনা হাফিজ (বিউটি), স্কুলের সম্মানিত অভিভাবক ও শিক্ষানুরাগী রায়হান কামাল রন্টি, হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এন আজাদ, ভাইস চেয়ারম্যান খাদিজা সুলতানা সাথী, স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর বাবু সত্য রঞ্জন জয়ধর এবং শাখা প্রধান নাজমা বিনতে তোফাজ্জল। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়টির শিক্ষক মোঃ সাইফুর রহমান এবং ফারহানা লিপি।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা