এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, তিন নেত্রীর প্রতিক্রিয়া

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৩৪ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা এ ঘোষণা দেন। পোস্টে তিনি বলেন, খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার সন্তান হিসেবে তিনি এলাকার মানুষের সেবা করতে সংসদে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তবে বর্তমান বাস্তবতায় কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন,“প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও লেখেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার থেকে তিনি সরে আসেননি এবং সেই লক্ষ্যেই ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

এদিকে তাসনিম জারার পদত্যাগ ও নির্বাচনী ঘোষণার পর শনিবার রাতে এনসিপির তিন নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্ট দিয়েছেন। তারা হলেন— দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম এবং যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

সামান্তা শারমিন তার পোস্টে লেখেন,“আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।”

নুসরাত তাবাসসুম লেখেন,“নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।”

অন্যদিকে ডা. মাহমুদা মিতু তার পোস্টে লেখেন,“এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা খোলাখুলি পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয়, তাদের স্যালুট।”

তবে কিছু সময় পর তিনি ওই পোস্টটি মুছে দেন।

তাসনিম জারার পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।