কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, নারী ও শিশুসহ আহত ৪

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৪ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে এ বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিস্ফোরণের ফলে মাদ্রাসা ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাদ্রাসা ভবনের ভেতর থেকে বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কী ধরনের বিস্ফোরক সেখানে মজুত ছিল এবং কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: লালবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট