নরসিংদীতে ফেন্সিডিল উদ্ধার, ২ মাদক কারবারি আটক
নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি ফেন্সিডিল ও একটি পিকআপ ভ্যান সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের শরিফ উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (২২) ও একই জেলার জৈন্তাপুর উপজেলার রামপ্রসাদ গ্রামের হাজী আনিসুল হকের ছেলে সাহিদ আহমেদ (২৫)। এসময় তাদের কাছ থেকে ৭০ (সত্তর) বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
ডিবির ওসি আবুল কায়েস আকন্দ জানান, চুরি-ডাকতি-ছিনতাই রোধ, অস্ত্র-মাদক উদ্ধার অপরাধীদের গ্রেফতার এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক দীপক কুমার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি দল শিবপুর উপজেলার শাষপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে ঢাকামুখী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ভ্যানের ভিতরে কৌশলে লুকানো অবস্থায় ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হন। এসময় বোরহান ও সাহিদ নামে দুই মাদক ব্যবসায়ীকেও আটক করেন।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
এ বিষয়ে শিবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





