জকসু নির্বাচন

শীর্ষ তিন পদে ছাত্রশিবিরের বিজয়, ছাত্রদল পেল চার পদ

Sadek Ali
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। এতে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) কেন্দ্রীয় সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় লাভ করেছে। অন্যদিকে ছাত্রদল-ছাত্রঅধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল চারটি পদে জয়ী হয়েছে। বাকি একটি পদে স্বতন্ত্রপ্রার্থী জয় লাভ করেছে।  

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত একটায় জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নতুন নির্দেশনা

জকসুতে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ এর প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দু’জনের ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮৭০।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। এ পদে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৩ হাজার ২৫২। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। এই পদে ছাত্রদলের বি এম আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট। 

আরও পড়ুন: পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী?

এ ছাড়া ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী (৫ হাজার ৪০০ ভোট), শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল (৫ হাজার ৫২৪ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন (৪ হাজার ৪৮৬ ভোট), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ (৪ হাজার ৪৭০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক (৪ হাজার ৬৫৪ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার (৪ হাজার ৪০১ ভোট), ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম (২ হাজার ৪৬৭ ভোট) এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (৩ হাজার ৪৮৬ ভোট) জয়ী হয়েছেন।

ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল জয় পেয়েছে তিনটি সম্পাদকীয় পদে। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া ৫ হাজার ৩৮৫ ভোট, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন ৪ হাজার ২৩ ভোট এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল থেকে ৫জন, ছাত্রদল থেকে  ১জন এবং স্বতন্ত্র থেকে ১জন বিজয়ী হয়েছেন। সদস্য পদে সর্বোচ্চ ভোট (৩,৮৫১ ভোট) পেয়ে ১ম হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ফাতেমা আক্তার। একই প্যানেলের আকিব হাসান ৩,৫৮৮ ভোট (২য়), শান্তা আক্তার ৩,৫৫৪ ভোট (৩য়), মো. মেহেদী হাসান ৩,৩৪৮ ভোট (৪র্থ) ও  মো. আব্দুল্লাহ আল ফারুক ২,৯১৭ ভোট (৭ম) পেয়ে জয়ী হয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেলে মোহাম্মদ সাদমান আমিন সাম্য পেয়েছেন ৩,৩০৭ ভোট (৫ম) এবং স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান পেয়েছেন ৩,১২৪ ভোট (৬ষ্ঠ)।  

প্রসঙ্গত, এর আগে কয়েক দফা পেছানো ও স্থগিতের পর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত জকসু নির্বাচন। নির্বাচনে সর্বমোট ভোটার  ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জকসু'তে কেন্দ্রীয় সংসদে মোট ২১টি পদের বিপরীতে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।