ইউপি চেয়ারম্যানরা পদত্যাগ না করেই উপজেলা নির্বাচন করতে পারবেন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ১:১৩ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আর পদত্যাগ করতে হবে না। সপদে বহাল থেকেই তারা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া ও সিলেটের দুটি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এমন আদেশ দিয়েছে।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে

আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, কুষ্টিয়া ও সিলেটের দুজন ইউপি চেয়ারম্যান পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ না করায় নিজ নিজ রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। আপিলেট কর্তৃপক্ষও বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। পরে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তারা।


আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৪৫ হাজার ৯৮ ভোটকেন্দ্র, দায়িত্বে থাকবেন ৯ লাখের বেশি কর্মকর্তা