ত্রয়োদশ জাতীয় সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত, তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন সীমানার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন আর নয়: ইসি সানাউল্লাহ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করেছে। এ প্রক্রিয়ায় কমিশন আবেদন, আপত্তি, সুপারিশ ও মতামত সংবলিত দরখাস্ত পর্যালোচনা করেছে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়েছে। এর ফলে জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা নির্ধারিত হয়েছে।
৩০০ সংসদীয় এলাকার চূড়ান্ত সীমানার তালিকা দেখতে [এখানে ক্লিক করুন]।
আরও পড়ুন: সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র