মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ শেষ, আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম আজ রোববার (৪ জানুয়ারি) শেষ হচ্ছে। যাচাই-বাছাই শেষে সারা দেশে কতটি মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং কতটি বাতিল হয়েছে, তা আজই প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজকের মধ্যেই সব রিটার্নিং অফিসারের পাঠানো তথ্য সমন্বয় করে ফলাফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়
এ বিষয়ে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ৪ জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী, সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল দায়ের করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন: জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত ফরমেটে আবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের কাছে দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ উল্লেখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করা বাধ্যতামূলক। আপিল আবেদন ১টি মূল কপিসহ মোট ৭টি কপি জমা দিতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দাখিলকৃত আপিলগুলো আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিষ্পত্তি করা হবে। আপিল কর্তৃপক্ষের রায়ের কপি সংগ্রহের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং আপিলকারী অথবা তার মনোনীত ব্যক্তি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।
এদিকে, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের পক্ষে কাজ করা ব্যক্তিদের ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।





