‘সুড়ঙ্গ’ দেখতে হলে উপচে পড়া ভিড়

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৩ | আপডেট: ৭:৩৪ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবারের ঈদ-উল-আজহায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা হলগুলোতে যেন প্রাণ ফিরেছে। ‘সুড়ঙ্গ’ দিয়ে হলে দর্শকের উপচে পড়া ভিড়ই প্রমাণ করে ভালো সিনেমাকে সবসময়ই গ্রহণ করেন দর্শকগণ। নির্মাতা রায়হান রাফীর হাত ধরে অভিনেতা আরফান নিশো ‘সুড়ঙ্গে’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক করে তার দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয় ছুঁয়েছেন।

‘সুড়ঙ্গ’ সিনেমাটির প্রতিটি চরিত্রেরই প্রাণ কেন্দ্র ছিল গল্প। এ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। প্রেম, রহস্য, বাস্তবতা আর জীবনের সত্য ঘটনাই ফুটে উঠেছে সুড়ঙ্গে।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি মুক্তি পেয়েছে ২৮টি সিনেমা হলে। ‘সুড়ঙ্গ’ সিনেমার অধিকাংশ শো হাউসফুল যাচ্ছে। তবে সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে দর্শকদের ভিড় ও চাপের জন্য ১৫টি শো বাড়ানো হয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে। ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোর সাতটি শাখায় ৯টি শো ছিল। দ্বিতীয় দিনে শো ছিল মূলত ১৮টি। কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড়ের জন্য ১৫টি শো বাড়ানো হয়েছে।