বিমানবন্দরে আটকের পর ডিবি কার্যালয়ে নুসরাত ফারিহা

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৫ | আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় আনা হয়েছে। রোববার (১৮ মে) বিমানবন্দর থেকে আটকের পর ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করলেও জিজ্ঞাসাবাদের জন্য মিন্টু রোডের ডিবি কার্যালয়ে  নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেম ভাটারা থানার ওসি তদন্ত।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। 

অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিজীবন কেন্দ্র করেও নুসরাত ফারিয়া আলোচনায় থাকেন। বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন ৩’তে তাকে নতুন করে দেখা যায়। সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন নুসরাত ফারিয়া। 

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’