দীপিকা-রণবীর কাপুরের হঠাৎ উষ্ণ আলিঙ্গন ভাইরাল

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের মুম্বাই বিমানবন্দরে হঠাৎ দেখা হয়ে গেল বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের। সেখানে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায় দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে। মুহূর্তটির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

এক সময় দীপিকা ও রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। দুজনই এখন বিবাহিত এবং নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। রণবীর কাপুর বর্তমানে অভিনেত্রী আলিয়া ভাটের স্বামী, তাদের কন্যা রাহাও এখন বেশ বড় হয়েছে। অন্যদিকে দীপিকা পাড়ুকোনের স্বামী অভিনেতা রণবীর সিং, তাদের কন্যার নাম দুয়া।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দীপিকা একটি গাড়িতে বসে আছেন। কিছুক্ষণ পর সেখানে প্রবেশ করেন রণবীর কাপুর। রণবীরকে দেখে দীপিকা উঠে দাঁড়ান এবং তাকে আলিঙ্গন করেন। এরপর তিনি নিজের পাশে বসার জন্য রণবীরকে জায়গা করে দেন

এই দৃশ্য দেখে নেটিজেনরা বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-এর জুটি ‘নয়না’ ও ‘বানি’র কথা স্মরণ করেছেন। প্রাক্তন এই জুটির বন্ধুত্বপূর্ণ আচরণ ও পারস্পরিক সম্মানবোধ আবারও অনুরাগীদের মুগ্ধ করেছে।