ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বর্তমানে তাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এই নভেম্বরেই দম্পতির ঘরে নতুন অতিথি আসতে পারে। তবে শুধু পারিবারিক নয়, পেশাগত জীবনেও বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন ভিকি কৌশল। সম্প্রতি জানা গেছে, তিনি সম্পূর্ণভাবে মদ ও মাংস ত্যাগ করেছেন।

এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে ভিকি জানিয়েছেন, এটি সন্তানের আগমনের সঙ্গে সম্পর্কিত নয়। মূলত তিনি পরিচালক অমর কৌশিকের নতুন ছবি ‘মহাভারত’-এ অভিনয় করছেন পরশুরামের চরিত্রে, এবং চরিত্রটির জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করছেন।

আরও পড়ুন: ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর দেশ ছাড়লেন টিকটকার সামিয়া হিজাব

পরিচালক অমর কৌশিক বলেন, পরশুরামের চরিত্র অত্যন্ত ত্যাগী ও শৃঙ্খলাপূর্ণ। চরিত্রের গভীরে ঢুকতে ভিকি নিজের জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন—তিনি নিরামিষাশী হয়েছেন, ধ্যান ও রুটিনে শৃঙ্খলা আনছেন। ছবিটির প্রস্তুতির অংশ হিসেবে তিনিও নিজের জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনেছেন।

এর আগেও বলিউড তারকা রণবীর কাপুর ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয়ের আগে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন এনেছিলেন। এবার সেই ধারাতেই হাঁটলেন ভিকি কৌশল। শুধু অভিনয় নয়, চরিত্রের আত্মিকতা ও দর্শনের সঙ্গে সংযোগ স্থাপন করতে এই পরিবর্তন বলিউডে এক নতুন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: মেয়ের সামনেই অভিনেত্রী শামীম আকবর আলিকে হেনস্তা, থানায় অভিযোগ

‘মহাভারত’ সিনেমাটি ভিকি কৌশলের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে ধারণা করছেন চলচ্চিত্র সমালোচকরা। অন্যদিকে, পরিবারে নতুন অতিথির আগমনের খবরেও উচ্ছ্বসিত ভিকি–ক্যাটরিনার ভক্তরা। দুজনের ব্যক্তিগত ও পেশাগত জীবনের এই দুই সুখবর বর্তমানে বলিউড মহলে আলোচনার কেন্দ্রে।