প্রথমবার পর্দায় ভিকি-দীপিকার জুটি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৯ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী দীপিকা পাডুকোনকে একসঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখার সম্ভাবনা আছে। এই তথ্য পাওয়ার পর বলিউডের সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ যেন তুঙ্গে। দর্শকরা দীপিকার নতুন নতুন চমকপ্রদ অবদান নিয়ে প্রায়ই মুগ্ধ হন, আর এবার তার নাম জড়িয়েছে পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যিক ছবির সঙ্গে।

অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক ছবি ‘মহাবতার’র প্রধান নারী চরিত্রের জন্য দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়। যদি এই সহযোগিতা বাস্তবায়িত হয়, তবে এটি হবে পর্দায় তাদের প্রথম যুগলবন্দি। 

আরও পড়ুন: বাথটাবের ছবিতে আবারো ট্রোলের শিকার শ্রাবন্তী

২০২৪ সালের নভেম্বরে যখন এই বিশাল বাজেটের ছবিটির ঘোষণা করা হয়, তখনই এটি খবরের শিরোনামে আসে। ছবিতে ভিকি কৌশলকে চিরঞ্জীবী যোদ্ধা পরশুরামের ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি প্রযোজনা করছেন দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস, যা ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির মতো হিট ছবির জন্য পরিচিত। প্রাথমিক ঘোষণা অনুযায়ী ছবিটি ২০২৬ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে ব্যাপক প্রাক্-প্রোডাকশনের কাজের জন্য এটি পিছিয়ে যেতে পারে। প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের অফিসের বাইরে দীপিকাকে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা শুরু হয়। 

যদিও প্রথমে গুজব ছড়িয়েছিল যে তিনি হয়তো ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে যুক্ত হতে চলেছেন, কিন্তু সাম্প্রতিক তথ্যগুলো ‘মহাবতার’র দিকেই ইঙ্গিত করছে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্রের খবর অনুযায়ী, পরশুরামের চরিত্রের বিপরীতে এমন একজন অভিনেত্রীকে খোজা হচ্ছে, যিনি চরিত্রে গুরুত্ব ও গভীর আবেগ ফুটিয়ে তুলতে পারবেন। 

আরও পড়ুন: নতুন রূপে ফিরছেন অপু বিশ্বাস: দেখা যাবে এক ভিন্ন অপুকে

নির্মাতাদের মতে, দীপিকা এই মাপকাঠিতে নিখুঁতভাবে মানানসই। জানা গিয়েছে, যদিও ‘মহাবতার’ মূলত পরশুরামের গল্প, তবুও নারী চরিত্রটির গ্রাফ অত্যন্ত শক্তিশালী এবং গল্পে তার সমান গুরুত্ব থাকবে। পরিচালক অমর কৌশিক শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন যে এই চরিত্রে এমন কাউকে নেওয়া হবে যিনি আখ্যানে নায়কের সঙ্গে সমতুল্য স্থান পাবেন। এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রের জন্য দীপিকা পাডুকোনের মতো একজন দক্ষ অভিনেত্রীই প্রথম সারির পছন্দ। 

বর্তমানে দীপিকা পাডুকোনের সঙ্গে আলোচনা চলছে, তবে সেটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। স্টুডিওর বিবেচনাধীন শীর্ষ নামগুলির মধ্যে দীপিকা অন্যতম। ছবিটির কাস্টিং সংক্রান্ত সিদ্ধান্তগুলি এখনও গোপন রাখা হয়েছে এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে বলিউড মহল। যদি সব ঠিকঠাক থাকে, তবে ভিকি কৌশল এবং দীপিকা পাডুকোনের এই প্রথম জুটি দর্শকদের জন্য এক বিশাল আকর্ষণ হতে চলেছে, যেখানে পৌরাণিক গল্পে তারকাদের শক্তিশালী অভিনয় দেখার সুযোগ মিলবে।