বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার
বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে এই তারকার। সম্প্রতি একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি ও সামাজিক মাধ্যমে দুজনের পারস্পরিক যোগাযোগ থেকেই শুরু হয়েছে এই আলোচনা।
আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কো দলকে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। মরক্কোর জাতীয় দলের খেলা দেখতে তার সরাসরি মাঠে উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। এরপরই নেটিজেনদের একাংশ দাবি করেন, প্রিয় দলকে সমর্থনের পাশাপাশি কথিত প্রেমিক আশরাফ হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কো সফর করেছেন নোরা।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের মঞ্চে রের্কড করলেন কিশোর অভিনেতা
গুঞ্জন আরও জোরালো হয় মরক্কোর জয়ের পর। ম্যাচ শেষে নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পাশাপাশি নোরার পোস্টে আশরাফ হাকিমির প্রতিক্রিয়াও নজর এড়ায়নি ভক্তদের। এসব ঘটনায় দুই তারকার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়।
যদিও এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—কেউই এই গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
আরও পড়ুন: ভাঙল তাহসান-রোজার সংসার, যা বললেন তাহসান
মরক্কো বংশোদ্ভূত নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। একাধিক হিট গান ও পারফরম্যান্সের মাধ্যমে তিনি দর্শকমহলে আলাদা অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, আশরাফ হাকিমি এই সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত নাম।
একটি ঘনিষ্ঠ সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, নোরার ফুটবলার প্রেমিক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। সাম্প্রতিক সময়ে হাকিমির সঙ্গে তার ঘনিষ্ঠতা সেই জল্পনাকে আরও জোরালো করেছে। তবে সবকিছুই এখন পর্যন্ত অনুমান ও আলোচনার পর্যায়েই রয়েছে।





