ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড ও টিম গঠনের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪০ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু চিকিৎসায় শৃঙ্খলা আনার লক্ষ্যে দেশের সব সরকারি হাসপাতালকে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং বিশেষায়িত চিকিৎসক-নার্স সমন্বয়ে টিম গঠন করতে হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

এতে বলা হয়, হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের জন্য জরুরি এনএস-১ পরীক্ষা, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইসিইউ সুবিধা অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া মেডিসিন, শিশু এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করতে হবে, যারা বিশেষভাবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসার দায়িত্ব পালন করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, বহির্বিভাগে আগত সন্দেহভাজন রোগীদের জন্যও আলাদা কক্ষ নির্ধারণ করে চিকিৎসা দিতে হবে। পাশাপাশি হাসপাতালের চারপাশে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় স্থানীয় সিটি করপোরেশন বা পৌরসভার সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি শনিবার সকাল ১০টায় হাসপাতাল পরিচালক, তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের নেতৃত্বে নিয়মিত সমন্বয় সভা করার কথাও নির্দেশনায় উল্লেখ আছে।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ শতাধিক রোগী হাসপাতালে,চলতি বছরে মৃত্যু ২২৪

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগে চিকিৎসা ব্যবস্থার সমন্বয় বাড়বে, ঝুঁকি কমবে এবং রোগীর মৃত্যুহার হ্রাসে সহায়তা করবে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালের বর্ষায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর চাপ সহনীয় হলেও সঠিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে।