বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন করল পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:২২ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

“Don’t Miss a Beat” প্রতিপাদ্যকে সামনে রেখে পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল যথাযোগ্য মর্যাদা ও অনাড়ম্বর আয়োজনে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিকেল কলেজের চেয়ারম্যান ও পপুলার গ্রুপের কর্ণধার ডা. মোস্তাফিজুর রহমান। তিনি হৃদরোগ প্রতিরোধ ও উন্নত কার্ডিয়াক সেবা প্রদানে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থাপন করা হয় পপুলার কার্ডিয়াক সেন্টারের আধুনিক সেবাসমূহ, যার মধ্যে রয়েছে—২টি অত্যাধুনিক ক্যাথ ল্যাব সুইট (প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ ইউনিটসহ), সিসিইউ, কার্ডিয়াক হাইকেয়ার ইউনিট

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সরফুজ্জামান রুবেল। এসময় কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ফ্যাকাল্টি সদস্যবৃন্দ, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিভাগের চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ শতাধিক রোগী হাসপাতালে,চলতি বছরে মৃত্যু ২২৪

পপুলার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম কার্ডিয়াক সেন্টারের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পপুলারের ২টি ক্যাথ ল্যাব ২৪ ঘণ্টা চালু থাকায় রোগীরা দ্রুত জরুরি হৃদরোগ চিকিৎসা পাচ্ছেন।

অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এ এম এস এম সরফুজ্জামান রুবেল, উপপরিচালক ডা. মোহাম্মদ ইস্তিয়াক সাজ্জাদুর রহমান, ডা. আরিফ এমরান মোহাম্মদ ওয়াসীম রেজা এবং প্রশাসন ও কাস্টমার কেয়ার টিম।