দেশে আবারও বাড়লো সোনার দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৪ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে। সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে নতুন দাম। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: হবিগঞ্জে নতুন গ্যাসের সন্ধান


নতুন দামে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, ৩ সেপ্টেম্বর ঘোষণায় ৪ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের ভরি প্রতি দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি প্রতি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

আরও পড়ুন: আরও কমলো এলপি গ্যাসের দাম


তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি প্রতি দাম ১ হাজার ৭২৬ টাকা।