পাকিস্তানে সোনার ভরি আড়াই লাখ

পাকিস্তান বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ এই সংকট আরও বাড়িয়ে তুলেছে। এই দুই সংকটে দেশটিতে লাফিয়ে বাড়ছে সোনার দাম।
দক্ষিণ এশিয়ার বুধবার (১০ মে) সোনার দাম এতোই বেড়েছে যে, পূর্বের সব রেকর্ড পেছনে ফেলেছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
পাকিস্তানে বর্তমানে প্রতি ভরি সোনার দাম আড়াই লাখ রুপির কাছাকাছি। যদিও সম্প্রতি বিশ্ববাজারে সোনার দামে তেমন কোনও পরিবর্তন আসেনি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন বৃহস্পতিবারের (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমটি জানাচ্ছে, দেশটিতে এখন প্রতি ভরি সোনার দাম রেকর্ড ২ লাখ ৪০ হাজার রুপি। বিশ্ববাজারে দামের উল্লেখযোগ্য বদল না হলেও বুধবার পাকিস্তানে সোনার দাম একদিনেই ভরিতে সর্বোচ্চ ৯৯০০ রুপি ও ১০ গ্রাম সোনায় ৮৪৮৭ রুপি বেড়েছে। আর এতেই দেশটির ইতিহাসে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ হওয়ার রেকর্ড করল।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
অল সিন্ধ সরফ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বলছে, সোনার দোকানগুলোয় প্রতি ভরি সোনার দাম বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চ ২ লাখ ৪০ হাজার রুপি হয়েছে। প্রতি ১০ গ্রাম সোনার দামও রেকর্ড বেড়েছে ২ লাখ ৫ হাজার ৭৬১ রুপি হয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ২০৩১ মার্কিন ডলারে অপরিবর্তিত আছে।
দ্য ডন জানাচ্ছে, পাকিস্তানে বছরের শুরু থেকেই সোনার দাম ব্যাপকভাবে বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে প্রতি ভরি ও প্রতি ১০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৫২ হাজার ৮০০ রুপি এবং ৪৫ হাজার ২৬৭ রুপি বৃদ্ধি পেয়েছে।