সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ হাজার ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করার দায়ে তাদের গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। খবর সৌদি গেজেট
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ হাজার ৩৯৮ জনের বিরুদ্ধে আবাসিক আইন ভঙ্গ, ৩ হাজার ৭০৩ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ২ হাজার ১৪৩ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের দায়ে ৮৯৫ জন গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৫ শতাংশ ইউথোপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের। এছাড়া সৌদি সীমান্ত অতিক্রম করে অন্য দেশে প্রবেশের চেষ্টা কালে আরও ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
বর্তমানে বিভিন্ন অপরাধের দায়ে ৩৮ হাজার ১৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদের মধ্যে ৩২ হাজার ৩৫৮ জন পুরুষ এবং ৬ হাজার ৮০৯ জন নারী।